
মুহাঃ সানাউল্লাহ বেপারী, সোনারগাঁ নারায়ণগঞ্জ:
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। মনোনয়ন ঘোষণার পর থেকেই সোনারগাঁ ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় পর্যায়ে শুরু হয় শুভেচ্ছা ও অভিনন্দনের ধারা। প্রতিক্রিয়ায় আজহারুল ইসলাম মান্নান বলেন, এই মনোনয়ন শুধু আমার নয়, এটা সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জের প্রতিটি মানুষের বিজয়। আমি জীবনের প্রতিটি মুহূর্তে জনগণের পাশে থেকেছি, আগামীতেও থাকব। ধানের শীষ মানে জনগণের অধিকার, গণতন্ত্রের প্রতীক। এই প্রতীকের মর্যাদা রক্ষায় মাঠে থাকব শেষ মুহূর্ত পর্যন্ত।” তিনি আরও আশা প্রকাশ করে বলেন, আমি বিশ্বাস করি সোনারগাঁয়ের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে, গণতন্ত্রের পক্ষে রায় দেবে। জনগণই হবে এই আন্দোলনের প্রকৃত শক্তি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটযুদ্ধ আরও জমে উঠবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply