
মুহাঃ সানাউল্লাহ বেপারী, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি এসেছে। নির্বাচনী উত্তাপ বাড়ার মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এই আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসিহকে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই গতকাল ঢাকা অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা শুরু হয়েছে বলে জানান দলীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, আলহাজ্ব গোলাম মসিহ একজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর মনোনয়ন স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। পীর সাহেব চরমোনাইয়ের এই সিদ্ধান্তে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মনোনয়ন পাওয়ার পর আলহাজ্ব গোলাম মসিহ বলেন,
“আমরা ব্যক্তি বা দলীয় স্বার্থের বাইরে থেকে দেশপ্রেম, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। ভোটারদের প্রতি আহ্বান—যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নিতে ইসলামী আন্দোলনের প্রতীক ‘হাতপাখা’ মার্কায় ভোট দিন।”
এদিকে, ইসলামী যুব আন্দোলন বৈদ্যেরবাজার ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন,
“নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার জয় নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ শ্রম, ত্যাগ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় পর্যায়ে ধারাবাহিক প্রচারণা চলছে। ভোটারদের মধ্যেও পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলনের সমন্বিত প্রচারণা এবং নতুন প্রার্থীর পরিচিতি ভোটারদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। এখন প্রশ্ন—এই আগ্রহ ও উদ্দীপনা আসন্ন নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে।
Leave a Reply