গত কাল ৬ই এপ্রিল, ২০২৩, তারাবি নামাজ চলাকালীন আনুমানিক ৮.৩০মিনিটের সময় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামের কাটাখাল এলাকায় ফারুক হোসেন নামে এক গরিব ও নিরিহ কৃষকের বাড়ির গরুঘরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। জানা যায় গত একদিন আগেই পাশের বাড়ির আবেদালী সিকদার বাড়ির খড়ির ঘর ও কাশেম মস্ককের বাড়ির কুটা পালায় আগুন লাগিয়ে দিয়েছে। তারও দুই দিন আগে একই গ্রামের মোহাম্মদ গাছি নামে একজনের বাড়ির খড়ির ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে এক ভীতিময় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায় বাড়ির মালিক ফারুক হোসেন তারাবি নামাজে থাকা অবস্থায় তার মেয়ে তার স্ত্রীকে বলেছিলো মা, কে যেন ঘরের কোনায় দাড়াইয়া আছে। ওর মা তখন বের হয়ে কাউকে দেখতে না পেয়ে ঘরে চলে আসে। কিছুক্ষন পর একই গ্রামের দবির সরদার নামে কাটাখাল বাজারে চায়ের দোকানদার ঐ পথে যাওয়ার সময় গরু ঘরে আগুন দেখতে পেয়ে সবাইকে ডেকে আগুন নিভানোর চেষ্টা করে। একটি বাছুর গরু দড়ি কেটে বের করতে পারলেও গর্ভাবস্থায় থাকা গাভিটিকে রক্ষা করা যায় নি। কোন দাহ্য পদার্থ এর ব্যবহার ছাড়া এতো তারাতাড়ি এভাবে আগুন ছড়ানো সম্ভব নয় বলে সবার ধারনা।
উক্ত ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩লক্ষ টাকা। এই গরিব কৃষক যার একটি গাভির আয় থেকে তার ৬ সদস্যের পরিবারটির সংসার চলে। ভিটা মাটি বলে কিছু নেই ঢালীদের জমিতে খাজনা করে থাকে। এই গরিব কৃষকের সংসারটিকে বাচাতে সরকারের উপজেলা নির্বাহী অফিসার, জাজিরাসহ সামর্থবান সবাইকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী, এবং আর যাতে এমন ঘটনা পুনরায় না ঘটে সে দিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ওই এলাকার সকল শ্রেনীর মানুষ।।