আন্তর্জাতিক ডেস্কঃ আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আজ হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন।আর্জেন্টিনার সংবাদমাধ্যম গুলো এই খবরটি নিশ্চিত করেছে।এর আগে বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা।
তিগ্রে-তে তার নিজ বাসায় মারা যান ম্যারাডোনা।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ডিয়েগো ম্যারাডোনা।বুয়েনস এইরেসের হাসপাতালে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারও করা হয়েছিলো।মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করা হয়েছিল।
তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা।তাঁকে পুনর্বাসনের জন্য তাঁকে নেওয়া হয়েছিল তিগ্রে-র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।পরে সুস্থ হলে বাসায় নিয়ে যায়।
Leave a Reply