-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
'' কৃষির সাথে কৃষকের সাথে '' -এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি নিরাপদ খাদ্য বিপননে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার নওয়াব বাড়ী দীঘির উওর পাশে ২ আগষ্ট শনিবার সকাল ১১ টায় প্রযত্নের বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় । এসময় উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক দৈনিক ইত্তেফাক এর ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং গোপালপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন,আক্কাস বয়াতি, ইরফান বয়াতি, কুমারগাতি থেকে আগত ওয়াসিম বয়াতি, পাতলাচড়া থেকে আগত আজিজুল বয়াতি, যদুনাথপুর উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক সফিউদ্দিন আহমেদ, দৈনিক যুগান্তর মধুপুর-ধনবাড়ী প্রতিনিধি এস.এম শহীদ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান সোহান, গণমাধ্যম কর্মী রাকিব হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানের সহযোগিতা করেন শৈরী আহমেদ, দূর্জয় চন্দ্র ঘোষ, সুখন মশিউর, আশিক লোমান, রাতুল মুন্সী প্রমুখ । প্রযত্ন-এর উদ্বোধন অনুষ্ঠানে লাঠি খেলা পরিবেশন করেন জমাদার কুরবান আলী- কালাম এর দল। প্রযত্ন-এর সত্ত্বাধিকারী ইকবাল হোসেন জুপিটার বলেন, " বর্তমানে আমরা সবাই বিষযুক্ত খাবার গ্রহণ করে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা চেষ্টা করছি মানুষকে বিষমুক্ত নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে রোগ বালাই এবং অকাল মৃত্যু থেকে মুক্ত রাখতে। আমরা কিছু কিছু পণ্য নিজেরাই উৎপাদন করি এবং কিছু কিছু পণ্য নিজেদের কঠোর নজরদারিতে চাষীদের মাধ্যমে উৎপাদন করি । আমাদের এখানে খাঁটি মধু, ঘি,রোদে চড়ানো গাভীর দুধ, ঘানি ভাঙ্গা সরিষার তেল, দেশী গমের লাল আটা, লাল বিরই চাউল,কার্তিক শাইল ধানের মুড়ি,যবের ছাতু,ঘানি ভাঙা মাসের ডাউল,বিভিন্ন দেশী মসলা,দেশি কলা, আম, মেডিসিন মুক্ত আনারস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাওয়া যায় ।