সংবাদদাতা :মোঃ রুবেল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া, নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এর নিজে শিশু কন্যাকে(১২)দর্শনের অভিযোগের হুমায়ুন মিয়া(৫০)এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার(৪/৮/২০২৫)আগস্ট রাতে তাকে আটক করা হয়, হুমায়ুন মিয়াকে(পিতা আসকর আলী) মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম কন্যা শিশুটি হুমায়ুনের দ্বিতীয় স্ত্রীর সন্তান জানান।রাতে কন্যা সন্তান এর লিখিত অভিযোগ করেন,অভিযোগের পরে হুমায়ুন মিয়াকে আটক করা হয়,বিষয়টি দুঃখের বিষয় তাই কোন কিছু বলা যাবে না।কন্যা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আরো জানান,কন্যা শিশুটি জানিয়েছে গত এক মাস ধরে ধর্ষণ করে আসছিল তারই আপন পিতা মোঃ হুমায়ুন মিয়া, রোববার রাতে একই কাজ করে কন্যা শিশুটিরে, তার মাকে এই বিষয়টা জানালে থানায় এসে অভিযোগ করেন, হুমায়ুন মিয়াকে পরে পুলিশ আটক করে।