খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন তার ব্যক্তিগত ফেজবুকে মন্তব্য করে বলেছেন, নির্ধারিত সময়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে দৃশ্যমান সর্বোচ্চ ৩/৪টি রাজনৈতিক দল অংশগ্রহণ থেকে বিরত থাকতে পারে, যাদের প্রাপ্ত ভোট সর্বোচ্চ ১০ শতাংশ। পক্ষান্তরে বাকি রাজনৈতিক দলগুলো, যাদের প্রাপ্ত ভোট প্রায় ৯০ শতাংশ। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।
তিনি বলেন, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন ছাড়া ডান, বাম ও মধ্যপন্থী প্রায় সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নেবে। এমনকি যারা আন্দোলনের মাঠে সরকারবিরোধী অবস্থান নিয়েছে—গণ অধিকার পরিষদ ও হেফাজতে ইসলামীসহ অনেক রাজনৈতিক দলও শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে।
হাসান মামুন আরও মনে করেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না করে যদি অন্তর্বর্তীকালীন সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি উপেক্ষা করে সময়ক্ষেপণ করে বা গড়িমসি করে, তাহলে পতিত আওয়ামীলীগসহ বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনের সুযোগ নিয়ে মাঠে অবস্থান নিতে পারে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ বাস্তবতা বোঝার জ্ঞান যাদের নেই তারা ৭১-এর মতোই নিজেদের আত্মঘাতী পথে ঠেলে দেবে।