এস এম রফিক স্টাফ রিপোর্টার ঢাকা
জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচন কমিশন এখনও কোনো সুনির্দিষ্ট সময় ঘোষণা করেনি বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে দলের নেতাকর্মীরা এখন মাঠে কাজ করছেন এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চাইছেন।
শনিবার (৫ জুলাই) দুপুরে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন হাফেজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের পাশাপাশি নির্বাচনমুখী প্রস্তুতি নিচ্ছেন।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবুও বিএনপি আন্দোলনের ময়দান এবং নির্বাচনের ময়দান, উভয় ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে।
মেজর (অব.) হাফেজ উদ্দিন আহমেদ বলেন, “বিএনপিতে কিছু হাইব্রিড নেতা প্রবেশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। হাইব্রিড নেতারা বিএনপিতে টিকে থাকতে পারবে না। দলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণ ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে সুশাসন ফেরানোর জন্য ধানের শীষে ভোট দেবে এবং বিএনপিকে বিজয়ী করবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: শাফায়েত হোসেন হাওলাদার, সভাপতি প্রার্থী, শম্ভুপুর ইউনিয়ন বিএনপি ।
মোঃ হায়দার খান নাগর। সাবেক জয়েন সেক্রেটারি বৃহত্তর উত্তরা জাতীয়তাবাদী দল ও সামাজিক সাংস্কৃতিক দলের, সাবেক সহ সম্পাদক উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ন আহবায়ক ঢাকা মহানগর উত্তর জিয়া মঞ্চ
মো. নুরুল আলম শিপলু পাটোয়ারী, সাধারণ সম্পাদক প্রার্থী, শম্ভুপুর ইউনিয়ন বিএনপি; যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকাস্থ তজুমদ্দিন উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এবং প্রতিষ্ঠাতা, দক্ষিণ শম্ভুপুর জিয়া স্মৃতি সংসদ।
জনাব আবদুল হান্নান, যুগ্ম আহ্বায়ক, উত্তরা পশ্চিম থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর। রিয়াজ ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, তজুমদ্দিন উপজেলা। রোকন মুন্সী, যুবদল নেতা ও সভাপতি, শম্ভুপুর ঐক্য পরিষদ। যুবদল নেতা মঞ্জু পাটোয়ারী, নাজিম, মিজান, আনোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা বলেন, জনগণ পরিবর্তনের জন্য বিএনপির নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তাই সকল বিভাজন ও ষড়যন্ত্র মোকাবিলা করে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় থাকার জন্য দমন-পীড়ন, মামলা-হামলা এবং প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক মাঠ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তারা বলেন, সরকারের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার পরিবর্তনের আন্দোলন ও নির্বাচনে বিজয় ছিনিয়ে আনবে।