প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২০, ৩:৪০ পি.এম
নীলফামারীতে অবিলম্বে কলিমের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

সন্ত্রাসী কর্তৃক নীলফামারী সদর পৌরসভার তিন বারের নির্বাচিত কাউন্সিলর,কলিমউদ্দিন গত ২৮ অক্টোবর রাতে তার বাসভবনের সামনে গুরুতর জখম হয়ে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এলাকার সর্বস্তরের জনগণ গতকাল ৩০ অক্টোবর সকালে, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন কর্মসূচি এবং আলোচনা সভা নীলফামারী জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম এ্যাপোলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় শ্রমিক লীগের তালেব উদ্দিন, আবু সাইদ অপু, রুবেল ইসলাম, সেলিম আহমেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে কলিমের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ. All rights reserved.