নীলফামারীতে আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অমল চন্দ্র রায় (২৪) নামে এক মোটর সাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত অমল নীলফামারী জেলার চড়াই খোলা ইউনিয়নের বটতলী গ্রামের মৃত লালচান এর ছেলে।
শনিবার ( ২০ মার্চ) রাতে নীলফামারীর খয়রাত নগর( উলট পাড়া) নামক স্থানের রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,অমল উলট পাড়ায় তার বোনের বাড়ি বেড়াতে এসেছিলো।
কিন্তু যাওয়ার পথেই রেলগেটে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।