আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার
নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের এক সক্রিয় নারী সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের অভিযানে নীলফামারীর কিশোরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার কাশিমপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আরিফ উদ্দিন (৩৮) অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে সর্বমোট ২৯ লাখ ৭০ হাজার টাকা হারান। এ ঘটনায় তিনি নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা শাখা অনুসন্ধান শুরু করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হলে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে পুলিশ কিশোরগঞ্জ থানার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মোছাঃ জুই আক্তার (২৪), স্বামী— মনোয়ার হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুই আক্তার স্বীকার করেন, কানাডার ভিসা পাইয়ে দেওয়ার নাম করে তিনি ও তার সহযোগীরা বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ২৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
গোয়েন্দা পুলিশ জানায়, আটক জুই আক্তারের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলা নং-০৯, তারিখ- ১২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ১৭(২)(খ)/১৮(২)(গ)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, তৎসহ দণ্ডবিধির ৪১৭/৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক করে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিদেশে চাকরি বা ভিসার প্রতিশ্রুতিতে কোনো অচেনা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন না করতে।