আশীষ বিশ্বাস সিনিয়র স্টাফ রিপোর্টার:
নীলফামারী, পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের, নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে নীলফামারীর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।এই অভিযানে উপজেলা সৈয়দপুর পৌরসভাস্থ থানা মোড় রেল গেট থেকে, সৈয়দপুর জিআরপি মোড় গামী পাকা রাস্তার সংলগ্ন সৈয়দপুর পোস্ট অফিসের সামনে থেকে একজনকে আটক করা হয়। আটককালে তার দেহ তল্লাশী করলে৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: আসামী ১। মোঃ হুমায়ুন কবির মানিক (৩৭), পিতা- মৃত সোহরাব হোসেন, সাং-মুন্সিপাড়া ইসলামিয়া স্কুল, ০৫নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানার এফআইআর নং-০৭, তারিখ- ০৫/১১/২০২৫ খ্রিঃ, জিআর নং-২৪৪, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯ (ক) রুজু করা হয়।