ইমরান খান-সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
আজ ২৩ নভেম্বর রোজ (রবিবার) নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারী জেলার কালীতলা বাজার নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম।অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।এ সময় আবদুল্লাহ আল মামুন বলেন,হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার কার্যক্রম আমাদের দীর্ঘ সময় ধরে চলছে এবং তা অবহ্যত থাকবে।আশা করি নীলফামারী জেলার সর্ব স্তরের জনতা ও সরকারি বড় পর্যায়ের আমলারা আমাদের নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের পাশে সর্বদা থাকবে।
নীলফামারী জেলায় এসময় উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০৩ টি যানবাহনের বিরুদ্ধে ২,৬০০/- (দুই হাজার ছয়শত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৩ (তিন) টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করেন পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।এসময় তারা সতর্ক বার্তা সহ শব্দ দূষণ রোধে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গাড়িতে স্টিকার লাগান।সেই সাথে পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।