এস এম রাকিব স্টাফ রিপোর্টারঃ-নীলফামারীতে রব্বানী পরিবহনের আয়োজনে বর্ষপূর্তি উপলক্ষে, পরিবহনের যাত্রী ও স্টাফদের মাঝে এক আলোচনা সভা ও লটারির ড্র অনুষ্ঠিত হয়।
রব্বানী পরিবহনের এম ডি মোঃ আরেফ রব্বানী ( মানিক) এর সভাপতিত্বে গত মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা ০৬.০০ ঘটিকার সময় রব্বানী পরিবহনের প্রধান কার্যালয় নীলফামারী পৌর খয়রাত হোসেন মার্কেটে টিকেট ক্রেতা যাত্রীর টিকিটের মুরি দিয়ে লটারির ড্র ও স্টাফদের নিয়ে ১ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও তিন দশকের সফল মেয়র ও বাংলাদেশ পৌর মেয়রের সভাপতি মোঃ দেওয়ান কামাল আহম্মেদ।
এসময় গত অক্টোবর মাসের টিকিটের মুরি কুপন বক্সে ফেলে প্রধান অতিথি নিজ হাতে লটারির ৫ টি টিকিট উত্তোলন করে ৫ জন বিজয়ী কে ৫ টি মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃদেওয়ান মুজিব উদদৌলা জকি ও রব্বানী পরিবহন এর জি এম মোঃ কামাল আহম্মেদ, রব্বানী পরিবহনের সকল স্টাফসহ নিলফামারী জেলা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
Leave a Reply