নেছারাবাদ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রচার প্রাচারণার শীর্ষে শফিকুর রহমান সুমন
মোঃ ছালাম বিশেষ প্রতিনিধি পিরোজপুর :
পিরোজপুরের নেছারাবাদ ( স্বরুপকাঠী) উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রচার প্রচারণার শীর্ষে শফিকুর রহমান সুমন। সোহাগদল ইউনিয়নের দানবির শফিকুর রহমান সুমন তিনি ইতি মধ্যে উপজেলায় অনেক রাস্তা, ব্রিজ, কালভার্টসহ অনেক উন্নয়ন মূলক কাজ করেযাচ্ছেন। নিজ অর্থায়নে অনেক মসজিদ, মন্দির ও অসহায়দের সাধ্যমত সহযোগিতা করে সকলের মন জয় করেছেন ইতিমধ্যেই। অত্র উপজেলার বেশীরভাগই জনসাধারণ সুমনকে ভাইস চেয্যারম্যান হিসেবে দেখতে চায়। গতকাল, পঞ্চবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠকে কনকনে শীত উপেক্ষা করে হাজার হাজার জনতার মাঝে শফিকুর রহমান সুমন বলেন, আমি সবসময় আমার উপজেলায় অসহায় সাধারণ মানুষের পাসে ছিলাম আগামীতে থাকব। যদিও আমার ইচ্ছে ছিলনা, সাধারণ মানুষ আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। আমার কথাশুনে আমাকে ভোট দেয়ার দরকার নেই, আমাকে মূল্যায়ন করবেন আমার সমাজসেবা ও উন্নয়ন মূলক কাজ শেষ করার পরে। এসময় সুমনের পক্ষে বক্তব্য রাখেন স্বরুপকাঠী প্রেসক্লাবের সাবেক সভাপতি আতিকুল ইসলাম লিটু, সাধারন সম্পাদক মো, জাকির হোসেন মোল্লা, সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, ইউপি সদস্য এনামূল হক ফোরকান, ইউপি সদস্য মো.সোহাগ, ইউপি সদস্য সুমন মিয়া, মো.সোহাগ, মো. মহাসীন ও শহীদস্মৃতি ডিগ্রী কলেজের ম্যনেজিং কমিটির সদস্য সামীম হাসান মিন্টু ও আরো অনেকে সুমনের পক্ষে ভোট চেয়ে তার কাজের অগ্রগতিকে আরো বেগবান ও তরান্বিত করতে সকলের কাছে সহযোগিতা কামনা করেন।