দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার(২৪ জুলাই) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার অন্তর্গত ১৪টি কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃত্তি পরীক্ষায় কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে, যা চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত । এ সিদ্ধান্ত কোমলমতি শিশুদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বক্তারা বলেন, ‘সব শিশুই দেশের নাগরিক। সরকারিভাবে আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।
শিক্ষকরা অভিযোগ করেন, সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপবৃত্তি ও মিড-ডে মিল চালু করলেও তা নিয়ে কোনো অভিযোগ নেই কিন্ডারগার্টেনের। কিন্তু বৃত্তির মতো একটি জাতীয় মেধা যাচাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করাকে তারা শিক্ষা ক্ষেত্রে বৈষম্য বলে অভিহিত করেছেন।
মানববন্ধন শেষে সংগঠনের নেতারা স্মারকলিপি তুলে দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের হাতে। এ সময় শিক্ষার্থীরা ইউএনও’র কাছে বলেন, “আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আমাদের বঞ্চিত করা মানে একটি প্রজন্মের অধিকার হরণ করা।”
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির নেতারা আশা প্রকাশ করেন, শিগগিরই এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে দেশের সব শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে সরকার।
Leave a Reply