সেলিম চৌধুরীঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের প্রতিনিধি সভা ১৯ অক্টোবর সোমবার বিকেলে নগরীর দোস বিল্ডিং কার্য়লয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের মতবিনিময় দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি ইউসুফ বিন জলিল, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি চট্টগ্রাম( বিভাগের) মোশারফ হোসেন দিপ্তী, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিনার, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম তিতাস, চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান,চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ। সভায় বক্তারা বলেন আগামী যে কোন গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যুবদলকে বিএনপির ভ্যানগার্ড হিসেবে রাজপথে থাকার আহবান জানান।
Leave a Reply