চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে কলেজ বাজার ও মইজ্জেরটেক এলাকার মাঝামাঝি স্থানে দুপুর দু’টার দিকে বিআরটিসি সাথে মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে,এতে অন্তত ১০জন নিহত ও ৩০ জনের অধিক আহত হয়।
ঘটনাস্থলে পটিয়া হাইওয়ে পুলিশ ও পটিয়া থানা উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করে এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও তৎসংলগ্ন
মেডিকেলে চিকিৎসা চলছে,
সেখানে স্বজনদের আহাজারিতে এক হ্রদয় বিদারক দৃশ্যর অবতারনা হয়।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে প্রশাসন করছেন।
Leave a Reply