খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলায় ধর্ষণ মামলার এক আসামিকে জামিনে সহায়তার উদ্দেশ্যে বিচারককে প্রভাবিত করার অভিযোগে পটুয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রুহুল আমিন সিকদারের আইনজীবী সনদ বাতিল করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে অ্যাডভোকেট রুহুল আমিন সিকদার ধর্ষণ মামলার এক আসামির জামিনের জন্য ট্রাইবুনালের বিচারক নিলুফার শিরিনের বাসায় ৫০ হাজার টাকা এবং মামলার নথিপত্র পাঠান। এর আগে তিনি বিচারকের হোয়াটসঅ্যাপে তদবিরও করেন। এ ঘটনায় বিচারক ক্ষিপ্ত হয়ে লিখিত অভিযোগ দাখিল করেন জেলা আইনজীবী সমিতি ও বার কাউন্সিলে।
অভিযোগ পাওয়ার পর পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি জরুরি সভা ডেকে তদন্তে ঘটনার সত্যতা পায়। পরে তারা অভিযুক্ত আইনজীবীর সদস্যপদ বাতিল করে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
পরে বাংলাদেশ বার কাউন্সিলও স্বাধীনভাবে তদন্ত চালায়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় তার আইনজীবী সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনজীবী পেশার মর্যাদা রক্ষায় কাউন্সিল কঠোর অবস্থান নিয়েছে। বিচারককে প্রভাবিত করার মতো অনৈতিক কর্মকাণ্ড কখনোই মেনে নেওয়া হবে না।
ঘটনাটি পটুয়াখালী আইনজীবী সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় আইনজীবীরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ আইনজীবী সমাজকে অনৈতিক প্রভাব থেকে দূরে রাখবে এবং বিচার বিভাগের মর্যাদা আরও সুদৃঢ় করবে।
Leave a Reply