খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে আজ ২৫ জুলাই শুক্রবার সকাল থেকে লঘুচাপ থেকে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকেই আকাশ ছিলো মেঘাচ্ছন্ন, সময় সময় থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে ছিলো দমকা হাওয়া, যা জনজীবনে কিছুটা ভোগান্তি তৈরি করেছে।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
এদিকে নদ-নদীতে জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় বেশি পানি প্রবাহিত হয়েছে। দুপুরের দিকে অনেক স্থানে নদীর পানি ঘরবাড়ির আশপাশে প্রবেশ করতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসন ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সতর্ক অবস্থানে রয়েছে।মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে সংশ্লিষ্ট প্রশাসন।