খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো. জাহাঙ্গীর সিকদার এর কন্যা সাবিকুন নাহার শশি (২০) বরিশাল জমজম মেডিকেল নাসিং কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায় আজ ১৪ জুন শনিবার শশি বাড়ি থেকে বরিশাল কলেজের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে পটুয়াখালী বাসস্ট্যান্ডে গিয়ে বরিশাল বাসের টিকেট কেটে দাড়ালে পিছন থেকে বিসমিল্লাহ নামের একটি বাস এসে তাকে চাপা দেয়। এতে শশি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে রেফার্ড করিলে বরিশাল রওয়ানা দিলে পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান বাস চালকদের অসতর্কতার কারনে ঝড়ে গেল কচি তাজা একটি প্রান।
সাবিকুন নাহার শশির লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে আসলে পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।
Leave a Reply