খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় আজ ১৮ আগস্ট সোমবার সকালে গলাচিপা উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাদুর রহমান অফিসার ইনচার্জ গলাচিপা থানা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় মৎস্যচাষি এবং সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গলাচিপার ঐতিহ্যবাহী দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে দিঘির পাড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে গলাচিপা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়।
এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো – “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।” ১৮ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৪ আগস্ট পর্যন্ত। সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সভা, খাল-বিল ও পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের প্রশিক্ষণ এবং শ্রেষ্ঠ চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন— “দেশীয় প্রজাতির মাছ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্য নিরাপত্তার অংশ। একসময় গ্রামের খাল-বিল, ডোবা-নদীতে প্রচুর দেশি মাছ পাওয়া যেত। কিন্তু এখন সচেতনতার অভাবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে দেশি মাছের প্রজাতি কমে গেছে। এজন্য প্রত্যেককে বাড়ির আঙিনা, খাল-বিল, ডোবায় মাছ চাষে উদ্যোগী হতে হবে। এতে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে, তেমনি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার মৎস্য খাতকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে খাল-বিল, নদী-নালা ও পুকুরগুলোতে দেশি মাছের চাষ বাড়াতে সকলকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন— “জাতীয় অর্থনীতির উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। গলাচিপা উপকূলীয় এলাকা হওয়ায় এখানে মৎস্যচাষের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার ‘অভয়াশ্রম’ গড়ে তুলে দেশীয় মাছ রক্ষায় কাজ করছে। প্রতিটি চাষি যদি আধুনিক কৌশলে মাছ চাষ শুরু করে, তবে আগামীতে গলাচিপা মৎস্য উৎপাদনে একটি মডেল উপজেলায় পরিণত হবে।”
তিনি চাষিদের উদ্দেশ্যে বলেন, “পুকুর বা দিঘিতে সঠিক নিয়মে পোনা অবমুক্ত করা, খাদ্য সরবরাহ, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নিয়মিত পরিচর্যা করলে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মৎস্য সপ্তাহকে কেন্দ্র করে সাধারণ মানুষকে দেশি মাছ রক্ষার আন্দোলনে যুক্ত করতে হবে। খাল-বিল দখল বা ভরাট বন্ধ করে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করলে দেশি মাছের প্রজনন বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।