খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও গলাচিপা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন টুটুকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
আজ (২৩ জুন) সোমবার বেলা ১.৩০ টার সময় গলাচিপা পৌরসভার উপজেলা ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্রে জানা যায় বিগত ২৬ আগস্ট ২০২২ তারিখ সমগ্র বাংলাদেশে বিএনপি প্রতিবাদ সমাবেশ ঘোষনা করে। তারই অংশ হিসেবে উপজেলা বিএনপি গলাচিপা কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪ টায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে অংশগ্রহনকারী বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি নাশকতা এবং প্রান নাশের লক্ষ্যে আওয়ামীলীগের সন্ত্রাস বাহিনী মিছিলের মধ্যে প্রবেশ করে একাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় এবং ধারালো অস্ত্র দিয়ে নেতাকর্মীদের কোপাইয়া রক্তাক্ত জখম করে ও টাকা লুট করে নেয়।
উক্ত ঘটনার সাথে জাহাঙ্গীর হোসেন টুটুর জড়িত থাকার যথেষ্ট প্রমান পাওয়ায় তাকে সন্দিগ্ধ ভাবে গ্রেপ্তার করা হয়। যার গলাচিপা থানার মামলা নাম্বার ১৫/৬২ তারিখ ১০/০৩/২০২৫ খ্রি:
আরও জানা যায় গত জুলাই আন্দোলনে সাধারন ছাত্র জনতাকে বাকরুদ্ধ ও দমন পীড়নে তিনি অন্যতম ভূমিকা পালন করেছেন মর্মে বহু প্রমান রহিয়াছে।
স্থানীয় সাধারন মানুষের অভিযোগ জাহাঙ্গীর হোসেন টুটু গলাচিপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি প্রভাব খাটিয়ে বিভিন্ন অন্যায়, অনিয়ম করেছেন। গলাচিপা সদর ইউনিয়নের সাধারন মানুষের মাঝে স্বস্তির ছাপ লক্ষ্য করা গেছে।
এ সংক্রান্তে গলাচিপা থানা কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানায় জাহাঙ্গীর হোসেন টুটুকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা ছাড়াও তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। যার তদন্ত অব্যাহত আছে বলে জানা যায়।