খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর রাংগাবালী গহিনখালী গ্রামের নদীর পাড়ের ভূগর্ভস্থ সংযোগস্থলের লাইন কেটে সাবমেরিন ক্যাবল চুরি করার সময় ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ২ জনকে আটক করছে বলে জানা যায়।
সূত্রে আরও জানা যায় ভোলা জেলার বোরহানউদ্দীন থেকে ৩৩ কেভি ফিডার লাইনের পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গলাচিপা উপজেলা থেকে রাংগাবালী উপজেলার দ্বীপ অঞ্চলে নদী তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল সংযোগ লাইন স্থাপন করা হয়েছে।
গত (২৮ জুন) শনিবার রাত ১০:৩০ টার সময় ৮ থেকে ১০ জন লোক ইঞ্জিন চালিত একটি বোট নিয়ে গহিনখালী গ্রামের সংযোগস্থল দিয়ে লাইন কেটে সাবমেরিন ক্যাবল চুরি করার সময় স্পার্কিং এবং বিকট শব্দ পেয়ে সংশ্লিষ্ট ক্যাবল পাহারাদার শান্ত মিয়া স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করতে সমর্থ হয়। বাকি ৭ থেকে ৮ জন ইঞ্জিন চালিত বোট নিয়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের বাদশা মৃধার ছেলে মো. জসিম মৃধা (৩৫) অন্যজন চর মোন্তাজ ইউনিয়নের চর রুস্তুম গ্রামের রাজ্জাক মৃধার ছেলে মো. জুয়েল মৃধা (২৫) অন্যান্য আসামীদের বাড়ী ভোলা জেলা এলাকায়।
রাংগাবালী উপজেলা পল্লী বিদ্যুৎ সাব জোন অফিসে যোগাযোগ করা হলে তারা জানায় শনিবার গভীর রাতে দুষ্কৃতকারী ব্যক্তিরা চুরির উদ্দেশ্যে সংযোগ ক্যাবল কেটে দিলে রাংগাবালী এলাকার জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়। পুনরায় লাইন চালুর চেষ্টা অব্যাহত রয়েছে অল্প সময়ের মধ্যে সংযোগ সচল করা সম্ভব হবে।
রাংগাবালী থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ এমারৎ হোসেন জানান অন্তর্ঘাতমূলক অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা রুজু করে ২ জন আসামী গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক বাকি আসামীদের গ্রেপ্তার করার চেষ্টা চলমান আছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, মামলার তদন্ত অব্যাহত আছে।