খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার :
পটুয়াখালী জেলা বিএনপির বহুল কাঙ্খিত সম্মেলন দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারন সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২ জুলাই বুধবার সকালে পটুয়াখালী ব্যামাগার কক্ষে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে ভারচুয়ালী উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব: আলতাফ হোসেন চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। অনুষ্ঠানের শুভ সূচনা করেন আবদুল আউয়াল মিন্টু ভাইস চেয়ারম্যান জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বুধবার সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে কাউন্সিল ডেলিগেট এবং নেতাকর্মীরা সন্মেলন প্রাঙ্গনে এসে কানায় কানায় পরিপূর্ণ করে তোলে।
সভার শুরুতেই জাতীয় এবং দলীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পর্যায়ক্রমে নেতাকর্মী এবং তারেক রহমানের বক্তৃতার পরাপরই শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোট গ্রহন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়। প্রাপ্ত ভোটের ফলাফলে স্নেহাংশু সরকার কুট্টি সভাপতি এবং এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এতে পরাজিত প্রার্থীরা স্বেচ্ছায় ফলাফল মেনে নিয়ে একত্রে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পটুয়াখালী সম্মেলনে ভোটারদের সুষ্ঠ এবং নিরপেক্ষ ভোটদানে এলাকায় ব্যাপক প্রসংশা কুড়িয়েছে।
Leave a Reply