খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমাকে দলীয় শৃঙ্খলাভঙ্গ, দখলবাজি, চাঁদাবাজি, নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে দলীয় সকল পদ থেকে স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ দলীয় মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত ও যাচাই-বাছাই শেষে দলীয় স্বার্থ রক্ষায় এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় কমিটি এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১২ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একজন নেতা হিসেবে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং দলীয় নীতি-আদর্শ মেনে চলা সর্বাধিক গুরুত্বপূর্ণ। অভিযোগের ভিত্তিতে গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গের কোনো উদাহরণ যাতে সংগঠনে প্রভাব না ফেলে, সে বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠন সর্বদা সৎ, আদর্শবান ও কর্মীবান্ধব নেতৃত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য অনৈতিক কার্যকলাপ বা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কর্মকাণ্ডের কোনো স্থান বিএনপিতে নেই।
এদিকে, পটুয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এ সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ একে দলের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের সূচনা বলেও মনে করছেন।