পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) গত ১৩/০৮/২০২৫ তারিখ রোজ বুধবার সহকারী রেজি স্ট্রার (খন্ডকালীন:মেয়াদ উত্তীর্ণ
মাহমুদ আল জামান ও তার সহযোগী সহকারী রেজিস্ট্রার (খন্ডকালীন:মেয়াদ উত্তীর্ণ) লোকমান হোসেন মিঠু এর বিরুদ্ধে রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা ও রেজিস্ট্রারের পিএস শাকিন রহমানকে তার কক্ষে মারধর ও শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির আহবায়ক হলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: দেলোয়ার হোসেন, সদস্য সচিব পক্টর অধ্যাপক আবুল বাশার খান। তাঁদেরকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নাম না প্রকাশের শর্তে একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন যে শাকিন রহমান অত্যান্ত ভদ্র ও ভালো একটা ছেলে।
অপরদিকে মাহমুদ আল জামান নিয়োগ পাওয়ার পর থেকেই অন্যান্য সহ-কর্মীদের সাথে বাজে আচরন করে আসতেছে। আরও আগে তার শাস্তি হওয়া উচিত ছিলো। কিন্তু অদৃশ্য শক্তির কারনে এবার মাহমুদ আল জামান যে ঘটনা ঘটিয়েছে সেটা বিশ্ববিদ্যালয় ইতিহাসে বিরল একটা ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করেছে। এমন ঘটনার জন্য মাহমুদ আল জামানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
খোজ নিয়ে জানা যায় ভুক্তভোগী কর্মকর্তা সেকশন অফিসার মারধরের ঘটনায় তার কান হারানোর শঙ্কায় আছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।