পটুয়াখালী-বরিশাল মহাসড়কে ২ নং বদরপুর ইউনিয়নের শিয়ালী বাজার এলাকায় ২৯'জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার সময় যাত্রীর ছুড়ির আঘাতে ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪) নামের এক মটোরসাইকেল চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ফয়সাল মহিপুর এলাকার স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিনের পুত্র। এ ঘটনায় জড়িত থাকা সুজন (২২) নামের এক যাত্রীকে ঐদিনই আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, গত (২৯'জুলাই-২০২১ ইং) তারিখ বিকেলে ফয়সাল তার মটোরসাইকেলে মহিপুর থেকে যাত্রী নিয়ে বরিশাল যায়। ঐ দিনই রাতে বরিশাল থেকে ফেরার পথে মটরসাইকেলে থাকা দুই যাত্রীর মধ্যে এক যাত্রী পেছন থেকে তাকে ছুড়ি দিয়ে আঘাত করলে।ফয়সাল রাস্তার পাশে পরে যায়। পরে এক এম্বুলেন্স চালক আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি আরও বলেন, আটকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্য সহ গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলো। ধারনা করা হচ্ছে মাদক সংশ্লিষ্ট কোন বিরোধের জেরে এই হত্যা কান্ড ঘটতে পারে বলে জানান ওসি।