পটুয়াখালী জেলা গলাচিপা চরকাজল ইউনিয়নে স্থানীয় প্রতি পক্ষের সাথে জমাজমি নিয়ে বিরোধের নিয়ে শিক্ষার্থী ঢাকা ভিকারুন্নেসা স্কুলএন্ড কলেজের ছাত্রী অপরাজিতা সরকার (১৫) ও তার মা কৃষ্ণা সরকার( ৩০) গুরুতর আহত হয়েছে স্থানীয় সূত্রে জানা যায গতকাল মঙ্গলবার ২৭শে এপ্রিল সকালে চরকাজল ইউনিয়নে চরশীবা গ্রামে স্থানীয় বাসিন্দা বঙ্কিম কির্তনীয় রায়ের নেতৃত্বে। একই গ্রামের( ৫)পাঁচজন হামলা চালায় হামলার আহতদের দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনা গলাচিপা থানায় লিখিত অভিযোগ করা হয়এতে একই গ্রামের ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেহেদী শাহরিয়া জানায় আহত অপরিজিতা সরকারের মাথায় আঘাত গুরুতর আর তার মা কৃষ্ণ সরকারের ২দুইটা আংগুল আংশিক কেটে গেছে এ ব্যাপারে গলাচিপা থানার ওসি এম আর শওকত,, জানায় আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে!
Leave a Reply