পরিষদের পুকুর ভরাট করে চেয়ারম্যানের মার্কেট নির্মাণ
নিজেস্ব সংবাদদাতাঃ
নীলফামারীর জলঢাকায় পরিষদের পুকুর ভরাট করে সেই যায়গায় মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে ১০ নং শৌলমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান জামানের বিরুদ্ধে।
জানাগেছে, ইউনিয়ন পরিষদের মোট ১০৮ শতাংশ জমির মধ্যে ৩৫ শতাংশ একটি পুকুর ছিলো। ওই পুকুরটি স্থানীয় বাজারের ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো কারন যেকোন অগ্নিসংযোগ সংঘটিত হলেই ওই পুকুরটি থেকেই পানির ব্যবস্থা করা হতো। নির্বাচিত হওয়ার পর বুড়িতিস্তা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে সেই পুকুর ভরাট করে বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামান। বর্তমানে সেই যায়গায় মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।
স্থানীয়দের তথ্যানুযায়ী, ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরটি ভরাট করে সেই যায়গায় মার্কেট নির্মাণ করা হচ্ছে।আর মার্কেটের যাবতীয় ব্যয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা বহন করছে।
এ বিষয়ে স্থানীয় শ্রী ধজেন্দ্রনাথ রায় বলেন, এখানে একটি পুকুর ছিল পুকুরটি ভরাট করে এখন মার্কেট হচ্ছে এতোটুকুই জানি।
এ বিষয়ে শৌলমারী ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ আব্দুস সালাম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, পুকুর ভরাট করার অনুমতির কাগজ আমার কাছে আছে কিন্তু মার্কেট নির্মাণ করার কোন অনুমতির কাগজ আমার কাছে নেই এ বিষয়ে চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে। তবে এটি কোন বরাদ্দের টাকায় হচ্ছে না চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত টাকায় এটি নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে শৌলমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান জামান কালবেলাকে বলেন, এখানে পুকুর ছিল আমরা ভরাট করেছি এখন মার্কেট নির্মাণ হচ্ছে কারো অনুমতি নেইনি। আগের ইউএনও বলেছে এখানে মার্কেট করলে ভালো হয় তাই আমরা পরিষদের সবাই মিলে রেজুলেশন করে এটা করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার কালবেলাকে বলেন , বিষয়টি আমাকে জানানো হয়নি। ঠিক আছে আমি যাচাই-বাছাই করে ব্যবস্থা নিবো।