বাংলাদেশেই তৈরী হচ্ছে ৯.৫০ কি.মি লম্বা ক্যাবল কার। যা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান চুয়েটের সহযোগিতা ও পরিকল্পনায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) উদ্যোগে টেকনাফের নাফ নদের তীরে অবস্থিত জালিয়ার দ্বীপের ২৯০ একর জমির উপরে গড়ে উঠছে বাংলাদেশের প্রথম দ্বীপ ভিত্তিক পরিকল্পিত ট্যুরিজম স্পট।
এটির নামকরণ করা হয়েছে “নাফ ট্যুরিজম পার্ক”। ৫ তারকা হোটেল, ঝুলন্ত ব্রীজ, রিভার ক্রুজ, ভাসমান রেস্টুরেন্ট, ভাসমান জেটি, শিশুপার্ক সহ আরো নানাবিধ সুবিধা নিয়ে গড়ে উঠছে ” নাফ ট্যুরিজম পার্ক”।
দ্বীপটির সাথে মূল ভূখন্ডকে যুক্ত করতে তৈরী করা হচ্ছে সাড়ে ৯ কিলোমিটার ক্যাবল কার যা চুয়েট প্রত্যক্ষ ভাবে তদারকি করবে।
সবকিছু পরিকল্পিত ভাবে হলে বাংলাদেশের ট্যুরিজমে এটা অনেক বড় একটা মাইলফলক হবে।
Leave a Reply