মোঃ শহিদুল ইসলাম রতন,
স্টাফ -রিপোর্টার, জয়পুরহাট।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়ায় ট্রাকের ধাক্কায় মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বুধবার দরগোপাড়া এলাকায় রাস্তাসংলগ্ন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দড়গাপাড়া গ্রামের মোহাম্মদ আলির ছেলে আফতাব উদ্দিনকে ঘাতক ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এলাকার যুবক আলম হোসেন বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আমগাছ ও ছোট দোকানের উপর উঠে যায়। এসময় আফতাব বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় ট্রাকটি তাকেও চাপা দেয় এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দূর্ঘটনায় ট্রাকের হেল্পার ও পথচারী ২জন আহত হয়, এলাকাবাসীর খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা দেন।
পাঁচবিবি থানার ওসি মোঃ কাওসার আলী দূর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাঁচবিবির দড়গাপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় ১’জন মারা গেছে ও ২’জন আহত হয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক ও ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
Leave a Reply