শিরোনাম :
কসবা থানা পুলিশ কর্তৃক ৪৭ (সাতচল্লিশ) বোতল বিদেশী মদ ও ১ টি অটো রিক্সা উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার: রাজশাহীতে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার: পুলিশের ধারণা হত্যাকাণ্ড মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদ এর উদ্যোগে স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত। জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে রোটারিয়ান অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা মুক্ত পাঠাগার উদ্বোধন ঝিনাদহেরকালীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি: মামলা দায়ের, অভিযুক্ত পলাতক ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় আহত শিশু মুত্তাকিনের পাশে দাড়ালেন সদর ইউএনও খালিয়াজুরীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ টি মোটরসাইকেল উদ্ধার; ০২ মাদক কারবারী গ্রেফতার: আশুগঞ্জে ২৬ কেজি গাঁজা ও ০৫ বোতল HUNTER BEER সহ ০২ মাদক কারবারী গ্রেফতার। যশোর শহরের বকচর এলাকায় চোরাই ট্রাকের যন্ত্রাংশসহ গ্রেফতার ৩

পাঁচবিবিতে হামদর্দ কোম্পানির ভেজাল (সিনকারা)সিরাপ বিক্রেতা আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

মোঃ ওয়ালীউল্লাহ হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট পাঁচবিবিতে হামদর্দ কোম্পানির নামে ভেজাল (সিনকারা) সিরাপ বিক্রি হতো, অনেক আগে থেকেই। পাঁচবিবি উপজেলা তিন মাথার লাঙ্গলহাটি রাস্তার পশ্চিম পাশে হামদর্দ কোম্পানির ল্যাবটরীতে অনেকদিন যাবত নিম্নমান সহকারি হিসেবে কাজ করে আসতেছেন, রনঞ্জুল ইসলাম,সে পঞ্চগড় জেলার বোদা উপজেলার সরদার পাড়ার গ্ৰামের মোঃ হায়দার আলীর ছেলে।

পাঁচবিবি উপজেলার হামদার্দ কোম্পানির যারা মার্কেটিং করে, তারা গত কয়েকদিন পূর্বে জানতে পারে তাদের কোম্পানির নামে কে বা কাহারা রাতের অন্ধকারে, সিনকারা সিরাপটি নকল পেকেট ও সিনকারা ঔষধটি বাজারজাত করণ করতেছে। এতে করে মার্কেটিং দের অনেক কথা শুনতে হয় সাধারণ জনগণের কাছ থেকে। এমন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জোনাল ম্যানেজার ও সরকারি পরিচালকের সহযোগিতায়
এই ভেজাল ঔষধ গুলো আটক করতে সার্থক হয়।

গত ১ ডিসেম্বর রাত দশটার দিকে হামদর্দ কোম্পানির সহকারি পরিচালক ও জয়পুরহাট জেলার জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা সহ পাঁচবিবির অফিস পরিচালনা করার পর রঞ্জরুল ইসলামের নামে পাঁচবিবি থানায় একটি এজাহার দায়ের করা হয়। এজাহারের ভিত্তিতে ০২/১২/২৪ ইং রাত একটাই রঞ্জরুল ইসলামকে গ্রেফতার করে,১০৮০ পিচ( ৪০০মি,লি)সিনকারা ভেজাল যুক্ত বোতল ও ৭৫০ পিচ (১০০ মিলি) অরিজিনাল খালি বোতল উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

এই মামলার তদন্ত অফিসার ও এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম বলেন, রনঞ্জুল ইসলাম অনেক দিন ধরে এই অপকর্ম গুলো করে আসতেছিল, ঢাকায় তার এক বন্ধুর কাছ থেকে এই সিনকারা ঔষুধের সিল ও খালি বোতল নিয়ে আসত, পাঁচবিবিতে এনে অরিজিনাল সিনকারা ১০০ মি,লি বোতল খুলে একটি প্রাত্রের মধ্যে রেখে, তার মধ্যে চিনির সিরা মিশিয়ে,৪০০ মি,লি বোতল বাজার জাতকরন করত । এবং তার বিরুদ্ধে বিভিন্ন কোম্পানির স্টক ওষুধ বিক্রির প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, মর্মে জানা গেছে এবং সে তার হামদর্দ কোম্পানির অফিসের উপরে দো তলাতে বাসা ভাড়া নিয়ে এ সব অপকর্ম করত এবং এই নিম্নমান সহকারী রনঞ্জুল ইসলাম।
পাঁচবিবি থানার পরিদর্শক মোঃ কাউছার আলী সাংবাদিকদের বলেন, আমরা এজাহারের ভিত্তিতে ভেজালকৃত ঔষধ উদ্ধার করেছি এবং একজনকে আটক করতে সক্ষম হয়েছি, তদন্ত অনুসারে আরো ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com