পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
মোঃ গোলাম মোরশেদ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। ১২ই মে সোমবার সকাল ১০ টায় উপজেলার সকল নার্সদের উপস্থিতিতে বর্ণাঢ্য এক আয়োজন করা হয়। র্যালি শেষে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্টাফ নার্সের সুপারভাইজার ফরিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ নুরুন্নাহার, সিনিয়র নার্স ফরিদা ইয়াসমিন, সোহেলী, স্বপ্না, মরিয়ম ও মুক্তা বেগম সহ দায়িত্বপ্রাপ্ত সকল নার্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।