মোঃ বাবুল ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান
ট্রাফিক বিভাগের দ্রুত তৎপরতায় নিরাপত্তায় স্বস্তি, জননিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে থানা ও ট্রাফিক পুলিশ
ময়মনসিংহ শহরের ব্যস্ততম পাটগুদাম ব্রিজ এলাকায় সোমবার দুপুরে মোটরসাইকেলসহ এক চোরকে আটক করেছে জেলা ট্রাফিক বিভাগ। টিএসআই মোঃ এনামুল হক-১ ও টিএসআই মোঃ এনামুল হক-২ সন্দেহজনক মোটরসাইকেলটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে অসামঞ্জস্য ধরা পড়ে। দ্রুত পদক্ষেপে তাকে ট্রাফিক বিভাগের হেফাজতে নেওয়া হয়।
পরবর্তীতে যাচাই-বাছাইয়ে মোটরসাইকেলটি চুরি হওয়া নিশ্চিত হলে চোর এবং মোটরসাইকেলটি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ এনামুল হক বলেন, “জননিরাপত্তা এবং শহরের শৃঙ্খলা বজায় রাখতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। প্রতিটি চেকপোস্টে সতর্ক নজরদারি চালিয়ে অপরাধী ধরার পাশাপাশি যানজট কমানোর লক্ষ্যে তৎপরতা অব্যাহত আছে।”
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, “জনগণের জানমালের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ট্রাফিক বিভাগের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার— আইনশৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আমরা দিনরাত নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছি।
স্থানীয়রা জানান, ব্যস্ত মহাসড়কে পুলিশের দ্রুত পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। তারা মনে করছেন, ট্রাফিক ও থানা পুলিশের সমন্বিত কার্যক্রম ভবিষ্যতে অপরাধ দমন এবং যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।