বরগুনার পাথরঘাটা উপজেলার কাকাচিড়া ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীকে প্রতারণাকরে একই উপজেলার ৭নং ওয়ার্ড শিংড়াবুনিয়া (বাইনচটকি) গ্রামের সাঈদুর রহমান এর ছেলে মঠবাড়িয়া টিয়ারখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক
মোঃ শাহিন (৩২) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ভুক্তভোগী ওই নারী ২৮ অাগস্ট পাথরঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত অভিযোগে তিনি বলেন উল্লেখিত শাহিন এবং অামি কাকচিড়া বাজারের ছালেক ও চান্দু মিয়ার পাকা বাড়ির একই ফ্লাটে বসবাস করার সুবাদে এবং অামার স্বামী প্রবাসে থাকায় শিক্ষক শাহিন প্রায় এক বছর পূর্ব থেকে অামাকে বিয়ের প্রস্তাব দিয়ে অাসছিল। এদিকে অামার স্বামী প্রবাসে (সৌদি অারব) গিয়ে অামি ও অামার একমাত্র সাড়ে চার বছরের শিশু সন্তানের খোঁজ খবর না নেওয়ায় অামি তার প্রস্তাবে রাজি হই। পরে শাহিন বিয়ের প্রলভোন দেখিয়ে
অামার কা্ছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়াসহ প্রায় এক বছর পর্যন্ত অামাকে ধর্ষণকরে।
এক পর্যায়ে শাহিন অামার স্বামীকে ডিভোর্স দিতে বল্লে অামি তার কথায় সরল বিশ্বাষে রাজি হইয়া গত ২ জুন ২০২১ অামার স্বামীকে ডিভোর্স প্রদানকরি।
পরে অামি তার কাছে স্ত্রীর স্বীকৃতি চাইলে তিনি অামায় বিয়ে করবেন বলে সময় ক্ষেপনকরে এক পর্যায়ে অামাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাই।
পরে অামি বাধ্য হয়ে গত ২২ অাগস্ট সকালে শাহিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করলে তাদের লোকজন অামি ও অামার মামি এবং অামার খালাতো বোনকে বেধম ভাবে পিটিয়ে গুরতর অাহত করে।
বিষয়টি নিয়ে একাধিকবার শালিশ মিমাংসা হলেও শাহিন অামাকে বিয়ে করতে রাজি না হয়ে অামাকে দুই লক্ষ টাকার বিনীময়ে সবকাছু ধামাচাপা দেওয়ার প্রস্তাব দেয়।
ভুক্তভোগী বলেন অামি সরল বিশ্বাষে শিক্ষক শাহিনের কথায় অামার স্বামীকে ডিভোর্স দিয়েছি । শাহিন এথন অামাকে বিয়ে না করলে অামার অাত্মহত্যা ছাড়া অার কোন গতি নাই।
এব্যাপারে শাহিনের মোবাইল বন্ধ থাকায় এবং তিনি অাত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নী।
Leave a Reply