বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।আজ শনিবার সকাল ১০টায় পাথরঘাটা প্রেসক্লাব কার্যালয় ওই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। সভা সঞ্চালনা করেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল।
পাথরঘাটা প্রেসক্লাব এর সভাপতি ও সম্পাদক এক বক্তব্য বলেন পাথরঘাটার সার্বিক পরিস্থিতি মৎস, মাদক ও পর্যটন খাতকে গুরুত্ব দেওয়ার কথা যানান।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, আমি জেনেছি পাথরঘাটার প্রকৃত সংবাদকর্মীরা অত্যন্ত ভালো, তারা সব-সময় প্রশাসনকে সকল কাজে সহযোগিতা করে থাকেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন এবং প্রশাসনের সবধরনের সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হব। দায়িত্ব পালনকালে সরকারের নির্বাহী আদেশ মেনে আইন অনুযায়ী সব ধরনের কাজ করব, এর কোন ব্যাপ্তয় হবে না। তবে আইনের পরিপন্থী কোন কাজ আমার দ্বারা হবে না।
এছাড়ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা খালেদ, গোলাম মোস্তফা চৌধুরী, দৈনিক জনকণ্ঠের খোকন কর্মকার, মানবজমিনের জাকির হোসেন, প্রথম আলোর আমিন সোহেল, বাংলা নিউজের শফিকুল ইসলাম খোকন, ভোরের কাগজের অমল তালুকদার, ,যায়যায়দিনের নাজমুল হক সেলিম ও যমুনা টিভির বরগুনা জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমন।
Leave a Reply