মোঃমোস্তাফিজুর রহমান পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল
সাজুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ভাবে কর্মচারীকে চাকরীচ্যুত করানো ও সাধারণ শিক্ষার্থীদের ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায়
তার অপসারণ দাবীতে মানবন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকালে পাইলট উচ্চ বিদ্যালয়ের
সামনে সাধারণ শিক্ষার্থী ও চাকরীচ্যুত কর্মচারী পরিবারের ব্যানারে মানববন্ধনে অভিযোগ
করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাজালাল সাজুর
দাায়িত্ব পাওয়া পর থেকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারী সাথে অসদ্আচরন করে আসছেন। প্রতিষ্ঠানের দোকানের ভাড়ার টাকা নিজের খেয়াল খুশি মতো পকেটস্ত করেম। মনগড়া নিশমের অযুহাতে কর্মচারীকে চাকরী থেকে বাদ দিচ্ছেন। শিক্ষার্থীদের বরাত দিয়ে জাানান জুলাই গনঅভ্যুন্থানের পর বিদ্যালয় সংস্কারে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ১১ দফা দাবী জানানো হয়। এক বছর পেরিয়ে গেলেও এর একটি দাবীও বাস্তবায়ন কা হয়নি। এখন বিদ্যালয়ের উন্নয়ন সহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ চান তারা।বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব আহেমদ সোয়ান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. রুবেল, সাদ্দাম, রাকিব, শিক্ষার্থী নাফিস ইকবাল, চাকরীচ্যুত কর্মচারী বনমালি প্রমূখ। জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর সু উত্তর না দিয়ে তিনি এড়িয়ে যান। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর নিকট জানতে চাইলে জানা যায় তিনি জেলায় একটি গুরুত্বপূর্ণ মিটিয়ে রয়েছেন।