স্বত্ত্বঃমতিয়ারা মুক্তা::- এই বছর মাটির মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত★কাব্যশ্রেয়★ সংবর্ধনা পাচ্ছেন কবি হোসনে আরা পুতুল। আগামী ১০,১১ ও ১২ -ই মার্চ আন্তর্জাতিক কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান মায়ের ঘর অনুষ্ঠানে কবিকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হবে বলে মাটির মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মতিয়ারা মুক্তা জানান।তিনি আরও বলেন, শূণ্য থেকে শেকড়ে উঠা আসার অবদানে তাকে এই সংবর্ধনা প্রদান করা হবে। মগজে মননে এমন পুতুল রানী’রা এগিয়ে গেলেও সব সময় সমাজে যুদ্ধ করেই চলতে হয়।এরাই আমাদের জীবন্ত আসমানী,হাজারো বেগম রোকেয়ার অবয়ব আবৃত সুখেদুখে।
কবি হোসেন আরা পুতুলের ২৯ ডিসেম্বর, ১৯৮৮ সালে
পিতা: আহম্মদ আলী
মাতা: রাহেলা খাতুনের ঘরে ধলা ইউনিয়ন, কিশোরগঞ্জের তাড়াইলে জন্মগ্রহণ করেন।
সাংগঠনিক ভাবে বর্তমানে অর্থ সম্পাদক হিসেবে আছেন তাড়াইল অনলাইন প্রেসক্লাব।
প্রকাশনা সম্পাদক : তাড়াইল সাহিত্য সংসদ।
মানবাধিকার কর্মী ও
সদস্য: মাটির মা ফাউন্ডেশন
এছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠনের সাথেও জরিত।
তার প্রকাশিত বই: পদ্ম ফুটেছে শ্যাওলা জলে (কবিতা), প্রকৃতি কন্যা (উপন্যাস), রমনির হৃদয় (গল্প), জোৎস্না ঝরা নদী (কবিতা), আমার কিশোরী বেলা (গল্প), সাম্পান (সাহিত্যের ছোটকাগজ)।
অপেক্ষায় আছে আর দু’টি গ্রন্থ-
জীবনের গল্প (উপন্যাস), আমার বসন্ত বেলা (গল্প)।
দুই সন্তানের জননী।
স্বপ্নবাজ, কোমলমতি নারী।
একজন ভালো বন্ধু, একজন ভালো স্ত্রী, একজন ভালো মা, একজন ভালো সংগঠক।
অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের বন্ধু। জীবন সংগ্রামী একজন নারী।
আমরা কবির উত্তরোত্তর সাফল্য কামনা করছি
Leave a Reply