 
																
								
                                    
									
                                 
							
							 
                    
স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন; প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টা কৃতি পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন।এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম।মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং সকল পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
 
 
                                                
Leave a Reply