১২ মার্চ ২০২১ ইং
বিভিন্ন অনলাইন সহ নিউজ পোর্টাল সংবাদ চলমান ডট নেট থেকে গত, ২(মার্চ) ২০২১ তারিখে 'ফান্দে পড়িয়া বগা কান্দেরে' এই শিরোনামে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে সামাজিকভাবে হেও প্রতিপূর্ণ ও পূর্ব শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে মনগড়া,বানোয়াট, ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি সেই অপপ্রচার ও সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাইকরতলী গ্রামের মৃত. আনসার আলীর ছেলে মোকসেদ আলী।
তিনি জানান, প্রকৃত ঘটনা হল দীর্ঘদিন যাবত আমার বড় আব্বা শমসের আলীর সাথে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা ছিলো কিন্তু গত ২( মার্চ) মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার সময় আমার বড় আব্বা শমসের আলী অসুস্থতার কথা শুনে আমি ও আমার স্ত্রী নাদিরা বেগম তার বাড়িতে শারিরিক অসুস্থতার খোঁজখবর নিতে যাই।
আমাকে ও আমার স্ত্রীকে আমার বড় আম্মা মেনুকা বেগম তাদের নিজ ঘরে বসতে দেন এবং নাস্তা দেন। নাস্তা চলাকালীন সময় আমার বড় আম্মা অন্য ঘরে থাকা আমার বড় আব্বা সাথে গোপনে কথা বলে এসে ঘরের বাহির থেকে ঘরের দরজা শিকল দিয়ে আটকে দেয়।
কিছুক্ষণ পর অত্র এলাকার ওয়ার্ডের কমিশনার সোলেমান এসে শিকল খুলে বের করেন। পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওয়ার্ড কমিশনারের উপর মিমাংসার দায়িত্ব দেন কিন্তু মেনুকা ও তার স্বামী কমিশনারের মিমাংসা না মেনে বিপক্ষে অবস্থান করেন।
উক্ত বিষয়টি নিয়ে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ায় সংবাদ চলমান ডট নেট নামধারী অনলাইনের সম্পাদক পরিচয়দানকারী ইমদাদুল হক এবং তার ইশারায় মনগড়া সেই মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মকছেদ সাহেব এর কাছে ৮ হাজার টাকা দাবি করে বলেন, আমাকে টাকা দিন আমি আপনার পক্ষে নিউজ করবো। পরে টাকা দিতে না চাইলে দফায় দফায় মকছেদ ও তার বিশ্বিবিদ্যালয় পড়ুয়া ছেলেকে মোবাইলে কল দিয়ে ৮ হাজার টাকা চাঁদাদাবি করেন। যায় কল রেকর্ড ভোক্তুভোগী মকছেদ ও তার ছেলের কাছে রয়েছে। সাংবাদিকতার মতো এমন মহান পেশার নাম ভাংঙ্গিয়ে নিরহ মানুষকে হয়রানী করছে এই প্রতারক ইমদাদ। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানান তারা।