নিজস্ব প্রতিবেদক :রাজউকের একজন ইমারত পরিদর্শক এর বিরুদ্ধে একটি পত্রিকার অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে নিউজ করার অভিযোগ উঠেছে। যার প্রতিবাদ জানিয়েছেন উক্ত কর্মকর্তা। তার বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো "আমি তারিফুর রহমান রাজউক এর ইমারত পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছি।আমার বিরুদ্ধে একটি মহলবিশেষ ভূঁইফোড় মিডিয়ায় তথাকথিত ভিত্তিহীন কিছু আবোল তাবোল সংবাদ পরিবেশন করে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। কিছু মাদকাসক্ত চাঁদাবাজ কথিত সংবাদকর্মী যা আমার মান ক্ষুণ্ন করার অপ-প্রয়াসে লিপ্ত রয়েছে।
এদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভয়াবহ তথ্য এমনিতেই ব্যাপকভাবে প্রচার হতে দেখা যায়। এই সব মাদকাসক্ত চাঁদাবাজ কথিত সাংবাদিক থেকে প্রকৃত সাংবাদিকরাও বিরক্ত বিব্রত। বিগত ২০২৪ নভেম্বর ১ তারিখ থেকে চলতি মাসের ২০২৫ সালে দু একবার প্রকাশিত কথিত দৈনিক ও বছরে দু একবার সাপ্তাহিক, কিছু পত্রিকায় সম্পূর্ণ অবাস্তব ভূয়া বানোয়াট মিথ্যা খবর ছাপিয়ে লোকসমাজে আমাকে অসম্মানিত করার চেষ্টা করছে।যা অত্যান্ত দুঃখজনক। রাজউকের একজন ইমারত পরিদর্শক হিসেবে রাজউকে যোগদান করার পূর্বেই রাজউক কর্তৃক অনেক জোনে আমাকে বদলি করা হয়েছে যা রাজউকে নিয়ম অনুসারে হয়ে থাকে,যখন যে কোন এরিয়া’তে আমি আমার ডিউটি করতে গেলে রাজউকের সকল ধরনের নিয়মের মধ্যে কাজ করেছি, সেই গুলো আমি খতিয়ে দেখি, রাজউক থেকে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি সেই বিষয়ে নিজের সততার সাথে সব সময় ছিলাম।উল্লেখ্য যে, প্রকাশিত এক ভূয়া সংবাদে বলা হয়েছে আমি নাকি মাদক সেবন করি। আমার সম্মান’কে ক্ষুন্ন করে নানান মিথ্যা রটনা রটিয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যে বানোয়াট ভিত্তিহীন তথ্য দ্বারা সাজানো।
একটি কুচক্রী মহল আমার কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে এবং প্রকাশিত সংবাদের লোকজন আমাকে বার বার কল দিয়ে নানান ভাবে ভয় ভীতি ও ব্ল্যাকমেইল করছে। যা একটি অপরাধও বটে। আমি প্রকাশিত সংবাদকে ঘৃনা ভরে প্রত্যাখান করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"