প্রতারক সিন্ডিকেটের আবির্ভাব ও প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগের নমুনা অুনসারে দেখা যায় যে, ঘটনার বিবরন ২৩/১২/২০২৩ইং তারিখের আগে ও পরে ২৪/১২/২০২৩ইং তারিখ। স্বাক্ষীর জবানবন্দি ২৮/০৪/২০২৪ইং তারিখ ও বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেক ও তার সহচর আবুল কাশেম। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, গত ২৪/১২/২০২৩ইং তারিখের অভিযোগটি ভিত্তিহীন বিধায় থানা কর্তৃক প্রত্যাক্ষিত হয়। বড়থা মাদ্রাসার সভাপতি আমি মোঃ শহিদুল ইসলাম ২৪/১২/২০২৩ইং তারিখে ঢাকায় ছিলাম ও ঐ ধরনের কোন অর্থ লেনদেনের বিষয়ে আদৌ আমি জানি না, আমি অভিযোগকারীর সাথে কোনদিন কথায় বলি নাই, তার সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত নই, আমি তাদের থেকে অর্থ গ্রহন করেছি এমন কোন প্রমান তারা দেখায় নাই বা দেখাতে পারবে না কোনদিন ইনশাল্লাহ। বর্ননা, ঘটনার তারিখ, মধ্যবর্তি সময়, ঘটনাস্থলে আমার উপস্থিতির বর্ননা সব কিছুই গোলমেলে ও চেয়ারম্যান মোসাদ্দেক সিন্ডিকেটের উর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসুত প্রতারনার ফাঁদ মাত্র। মোসাদ্দেক এর বর্ননায় বলা যায় যে, মোসাদ্দেক নিয়োগের কথা বলে নিজেই হয়তো অভিযোগকারীর থেকে টাকা নিয়ে চাকুরী প্রার্থির সাথে অর্থ প্রতারনা করেছে। আমি এলাকাবাসীর থেকে শুনেছি যে, চাকুরীপ্রার্থী শহিদ নাকি নিয়োগ পরীক্ষার আগে মোসাদ্দেক, মোজাফ্ফর, তরিকুল, হারুনসহ, ফিরোজ, হেলালসহ অনেকের পিছনে চাকুরী পাবার আশায় অর্থ ব্যয় করে চাকুরী না পেয়ে ব্যর্থ হয়েছে। তাদের অর্থ প্রতারনার বিষয় সর্বজন স্বীকৃত। তাদের অর্থ প্রতারনার দায়ভার আমি কোনভাবেই নিতে পারি না। এলাকাবাসী সকলেই জানেন যে, চেয়ারম্যান মোসাদ্দেক ও তার সহচর হারুন, তরিকুল, অভিযোগকারী শহীদ, মোজাফ্ফর, ফিরোজসহ আরো কয়েকজন মিলে এলাকায় একটি গ্রুপ তৈরী করে বিভিন্ন জনকে বিভিন্নভাবে ফাঁসিয়ে অর্থ প্রতারনা করায় তাদের কাজ। তারা এর আগেও আমার বিরুদ্ধে গত ২৯/০২/২০২৪ইং তারিখে গৃহবধু নির্যাতনের একটি প্রতারনামূলক এজাহার ধামুইরহাট থানায় দাখিল করে ও বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশ করে যেন আমি মান সম্মানের ভয়ে ভীত হয়ে তাদেরকে কিছু অর্থ প্রদান করি। আমি ঐ সময়ও কক্সবাজার ছিলাম বিধায় ঐ এজাহারটি থানা কর্তৃক তদন্তে প্রত্যাক্ষিত হয়। এর পর তারা নতুন কৌশল হিসাবে ভুয়া কাগজ বানিয়ে গত ০২/০৫/২০২৪ইং তারিখ দৈনিক এশিয়া বানী, দৈনিক ভোরের বার্তা, দৈনিক কুষ্টিয়ার আলো ইত্যাদি পত্রিকায় আমার নামে মিথ্যা, বানোয়াট সংবাদ ছাপিয়ে প্রচার করে আমার ব্যবসার ও সামাজিক সুনাম ক্ষুন্ন করেছে। এদের বিরুদ্ধে খুব শীঘ্রই আমি আইনগত ব্যবস্থা নিবো ইনশাল্লাহ।