কাজিপুরের সোনামুখি ইউনিয়নের মৃত সোহরাব চেয়ারম্যানের সুযোগ্য কণ্যা প্রবাসী স্বর্ণা রহমানের অর্থায়নে কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নের ৩০ টি হতদরিদ্র পরিবারকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে।
খাদ্যসামগ্রী সহায়তার মধ্যে রয়েছে লাচ্ছা ,সেমাই,চিনি ,তেল,পোলাও চাউল,গুঁড়া দুধের প্যাকেট ও জীবানু নাশক এন্টিসেপটিক সাবান।
প্রবাসী স্বর্ণা রহমানের অর্থায়নে হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কবির মাহমুদ।
কবির মাহমুদ বলেন-প্রবাসী স্বর্ণা রহমান একজন প্রকৃত মানবিক হৃদয়ের মানুষ,যিনি প্রবাসে থেকেও নিজের এলাকাকে ভুলে যায় নি,নিজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদ,মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাঁর সহযোগিতা রয়েছে।দরিদ্রদের বিপদের কথা শুনলেই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
Leave a Reply