হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালীগঞ্জে প্রেমিকার সঙ্গে বিয়েতে বাবা-মা রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন আলামিন (২০) নামে এক প্রবাসী যুবক। তিনি উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামের ইসহাক আলী মোড়লের পুত্র।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বসতঘরের ভিতরে। জানা যায়, আলামিন গত দুই বছর ধরে দুবাইয়ে অবস্থান করছিলেন। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে দেশে ফিরে তিনি ওই তরুণীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তার বাবা-মা এতে সম্মতি দেননি।
এই মানসিক চাপের ফলে বুধবার সকাল ১০টার দিকে মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে আলামিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি প্রেমিকাকে ভিডিও কলে রেখেছিলেন।
বেলা ১১টার দিকে তার খালা ফ্রিজে মাছ রাখতে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি নিশ্চিত হন।
খবর পেয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজীব সরদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply