রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিয়ের দিন তারমিনা আক্তার ওরফে ফুলতি (১৪) নামের এক মাদরাসাছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছেন এক যুবক। গুরুতর আহত ওই ছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাজানোগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার তোয়াব আলীর মেয়ে ও স্থানীয় লোহানীপাড়া দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তারমিনা আক্তারের বড় বোন তাহমিনার বিয়ে হয় মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা এলাকায়। আত্মীয়তার সম্পর্কে ওই এলাকার মোনায়েম হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন প্রেমের প্রস্তাব দেন তারমিনাকে। প্রস্তাব প্রত্যাখ্যান করলে শাখাওয়াত হোসেন তারমিনাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার (২৮ জুলাই) তারমিনা আক্তারের সঙ্গে অন্য ছেলের বিয়ের দিন ঠিক করা হয়। এ ঘটনা জানতে পেয়ে শাখাওয়াত হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন তারমিনার ওপর।
ভোরের দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে তারমিনার বাড়িতে যান শাখাওয়াত হোসেন। এসময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। সাখাওয়াত ঘুমন্ত তারমিনাকে দরজার কাছে ডেকে নেন। পরে ছুরি দিয়ে দুই পা, মুখ, কপাল ও পাজরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
এবিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ভোরবেলায় ঘটনাটি শুনেছি। কিন্তু এখনও কেউ লিখিত অভিযোগ দিতে থানায় আসেনি। ভুক্তভোগী পরিবারকে আইনগত সহায়তা দিতে একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply