এইচ এম আব্বাসঃ চট্টগ্রামের ফটিকছড়িতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ২কৃষাণির মৃত্যু হয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ২জন।
রবিবার (৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউপির মানিকপুর গ্রামের ডলু পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষাণিরা ওই এলাকার বানুশ্বর দাশের স্ত্রী লাকি দাশ (৩৮) ও মৃত যুগেন্দ্র শীলের স্ত্রী ভানু শীল (৪০)। আহতরা হলেন,মনতোশ দাশের স্ত্রী মালতী রানী দাশ(৫০) ও ভুবন দে’র স্ত্রী শোভা রানী দে (৪৫)।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবছার উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সকালে তারা সবাই মাঠে কাজ করছিল।এসময় বজ্রপাতে ২জন মহিলা মারা যান।এ ঘটনায় আরো দু’জন মহিলা চিকিৎসাধীন অবস্থায় আছে।
Leave a Reply