সাখাওয়াত ভ্রাম্যমাণ প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজার ও কড়ৈতলী বাজারসহ আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণের সময় নেতা-কর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী একজন ক্লিন ইমেজের নেতা; দল তাকে ধানের শীষের মনোনয়ন দেবে বলে তারা আশাবাদী।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবুল হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ও তোফায়েল আহমেদ, সদস্য জাকির হোসেন, কামাল হোসেন, ইমরান পাটোয়ারী, হোসেন ও মাসুদ গাজী প্রমুখ।
এ সময় স্থানীয় বাজারজুড়ে নেতা-কর্মীদের এ লিফলেট বিতরণে সাধারণ ভোটাররাও আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেন।
Leave a Reply