সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটোয়ারী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।
উল্লেখযোগ্য যে, তিনি টানা ১০ দিন যাবত ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন। এলাকাজুড়ে তার এই ধারাবাহিক তৎপরতায় বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
এসময় উপস্থিত ছিলেন—
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহবুদ্দিন বাবুল, পৌর বিএনপি নেতা মজিবুর রহমান মজিব, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম.এ. টুটুল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান ভুট্টো পাঠান, স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম রাড়ি, হারুন পাঠান, বিএনপি নেতা হাবিবুর রহমান, রুবেল, আলমগীর মোল্লা, যুবদল নেতা এম.এ. কাইয়ুম, সোহেল খান, মশিউর রহমান রিপন, পেয়ার আহমেদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মানিক পাটোয়ারী, আব্দুর রহিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, যুবদল নেতা কামরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিন আহমেদ ভুইয়া, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম সুমন, আব্দুল গাফফার, মনির হোসেন, হোসেন পাটোয়ারী প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন মিজি, শাহ ইকবাল লিটন, কবির পাটোয়ারী, শাহাবুদ্দিন শিহাব, তুহিন হাসান চৌধুরী, গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান মিঠু পাটোয়ারীসহ অসংখ্য নেতাকর্মী।
লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলনের পথে রয়েছে। ধানের শীষই এই দেশের মুক্তির প্রতীক।”
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত গণসংযোগে তারা উজ্জীবিত এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।