নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে একজন এবং নগরকান্দা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। পৃথক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার নাগারদিয়া নামক স্থানে মোটরসাইকেলকে ট্রাক চাপা দেয়। এতে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরদসর্দি গ্রামের হাবিব সরদারের পুত্র তাজিম সরদার (২২) ও পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের পুত্র শাওন মাতুব্বর (২৫) নিহত হন।
আর গুরুতর আহত অবস্থায় বড়দিয়া গ্রামের মিজানুর রহমানের পুত্র খালিদ শেখ (১৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিদ জুবায়ের নাদিম জানান, রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনার দুজন নিহত হয়েছে। একজন আহত হয়েছে। গুরুতর আহতকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। নাগারদিয়া নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই শাওন মারা যায়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে তাজিম সরদার মারা যায়।
অপরদিকে বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস ও কনস্ট্রাকশন মিক্সার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন। মুখোমুখি সংঘর্ষে মারা যান বাসের হেলপার মিলন শেখ (৩০)।
জানা গেছে, ঢাকা থেকে কালীগঞ্জগামী যাত্রীবাহী গোল্ডেন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৮৩৫৯) এর সাথে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি কনস্ট্রাকশন মিক্সার গাড়ি (ঢাকা মেট্রো শ-১১-৩৯২৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গোল্ডেন লাইন পরিবহনের হেলপার মো. মিলন শেখ (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার টেপাখোলায়।
আর আহত ১০ জন যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর ইমতিয়াজ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত হেলপারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, রেকার দিয়ে যানবাহনগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।?